দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ আর নেই
অপরাজেয় বাংলা ডেক্স : খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক অনির্বাণ সম্পাদক, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলী আহমেদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জামাই ইঞ্জিনিয়র মো. জাহাঙ্গীল হোসেন বাংলানিউজকে বলেন, মরহুম আলী আহমেদের জানাজা বৃহস্পতিবার তারাবির নামাজের পর মহানগরীর সার ইকবাল রোডের মতি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আলী আহমেদ সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ ও আহছান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম