Type to search

দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ

জাতীয় জেলার সংবাদ

দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ

অপরাজেয় বাংলা ডেক্স

দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। সেই সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগ।

গত এক সপ্তাহ জুড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এক অঙ্কে। টানা চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে উত্তরের এই জনপদে।

শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এদিকে চলতি শীত মৌসুমে চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে চলছে।

এছাড়া শীতে বিভিন্ন বয়সী মানুষের শীতজনিত নানা রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালগুলোতে অসুস্থ রোগীর ভিড় বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, শীতজনিত রোগ নিউমোনিয়া, জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

সূত্র, DBC বাংলা