দাবিকৃত চাঁদা না দেওয়ায় অভয়নগরে আ.লীগ নতা পলাশকে খুন করার অভিযোগ
নওয়াপাড়া অফিস
নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আ.লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ (৫০) শনিবার রাতে দুর্বৃত্তের হাতে নিহত হয়। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
নিহত পলাশের ভাই লেনিন (৪০) জানান, বেশ কিছু দিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী পলাশের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে।
এদিকে পলাশের লাশের ময়না তদন্ত শেষে রোববার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে নওয়াপাড়া মডেল কলেজ এলাকায় পারিবারিক গোরস্তানে পলাশকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে স্থানীয় জনগন একজন কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। হয়েছে। আটককৃতের নাম রইচ উদ্দিন শিকদার(৩২)। সে ওই এলাকার ইদ্রিস শিকদারের ছেলে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ ইমাদুল করিম বলেন,‘ নিহতে পরিবারে লোকজন দাফন কাজ নিয়ে ব্যস্ত থাকায় মামলা রেকর্ড করতে দেরি হচ্ছে। এ ঘটনায় তার স্ত্রী শারমিন নাহার বাদি হয়ে ৭ থেকে ৮ জনের নামে হত্যার অভিযোগ করেছেন। আমি তার অভিযোগটি এজারে অর্ন্তভ’ক্ত করে রেখেছি তিনি স্বাক্ষর করলেই মামলা হবে।’
নিহত জিয়া উদ্দিন পলাশকে শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় স্থানীয় মডেল কলেজ এলাকায় অবস্থিত বাড়ি থেকে ডেকে আনা হয়। পরে রাত ৯টায় হাইওয়ে থানার পাশে অবস্থিত আয়কর অফিসের পেছনে নদীর চর থেকে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার হাত পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মুখের মধ্যে বালি পাওয়া গেছে। তার পিতা কাউন্সিলর ইব্রহিম সরদার ও কয়েক বছর আগে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছিলেন।