Type to search

দখল মুক্ত হলো সুন্দলী কেন্দ্রীয় দূর্গা পুজা মন্দিরে প্রবেশ পথ

অভয়নগর

দখল মুক্ত হলো সুন্দলী কেন্দ্রীয় দূর্গা পুজা মন্দিরে প্রবেশ পথ

অবৈধ দখল মুক্ত হলো সুন্দলী কেন্দ্রীয় দূর্গা পুজা মন্দিরে প্রবেশ পথ
স্টাফ রিপোর্টার,
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা পুজা মন্দির, লোকনাথ মন্দির ও রাধাগোন্দি মন্দিরের প্রবেশ পথ। সুন্দলী গ্রামের মৃত: কিরণ রায় (কবিরাজ)-এর ছেলে বিধান রায় (কবিরাজ) দীর্ঘদিন ধরে মন্দিরের প্রবেশ পথের উপর দোকানঘর নির্মন করে ভোগ দখল করে আসছিলেন। মন্দির কমিটি মন্দিরে প্রবেশের রাস্তার নির্মান কাজ শুরু করলে বিধান কবিরাজ জমি না মাপা পর্যন্ত রাস্তা নির্মান বন্ধ করে দেন।

এক পর্যায়ে মন্দির কমিটি ও এলাকাবাসী বিষয়টি আমলে নিয়ে বিধান কবিরাজের সাথে আলোচনা করে সার্ভের দ্বারা ২২ মার্চ ২০২২ উভয় পক্ষের সম্মতিতে জমি পরিমাপ করে সীমানা পিলার বসানো হলেও এর ২ঘন্টা পর বিধান কবিরাজ মন্দিরের সহ-সভাপতি সোহাগ বিশ্বাসকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে সীমানা পিলার তুলে দেয়। মন্দির কমিটি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অভয়নগর থানায় হাজির হয়ে বিধান কবিরাজের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করে। অভয়নগর থানা পুলিশ বিষয়টি মিমাংশার জন্য উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। নির্দেশনা মোতাবেক মন্দির কমিটির লোকেরা থানায় হাজির হলেও বিধান কবিরাজ থানায় হাজির হয়নি। দীর্ঘদিনের অপেক্ষার পর গতকাল বিকালে মন্দির কমিটির সভাপতি শিব প্রসাদ বিশ্বাস ও সহ-সভাপতি সোহাগ বিশ্বাসের নেতৃত্বে কমিটির সকল সদস্য ও এলাকার সুধীজনের উপস্থিতিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা মন্দিরে প্রবেশের সরকারি রাস্তার জমি দখলমুক্ত করেন।