তাহিরপুরে বিদেশী মদের চালান সহ ১ মাদক কারবারি আটক

আবু সায়েমঃ সুনামগনজ্ঞ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজারে (পল্টি) মোরগের দোকান থেকে, সাত বোতল বিদেশি মদের চালান সহ শালঙ্গির (২৪)’র এক মাদক কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।আটককৃত মাদক কারবারি বড়দল ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের নজরুল ইসলাম অরফে (সন্তোষ)মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে,সোমবার (২৪ আগস্ট) রাত ৮ ঘটিকার সময় তাহিরপুর থানার এসআই দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাউকান্দি বাজারের মাদক কারবারি শালঙ্গির মিয়ার (পল্টি) মোরগের নিজ দোখান জনসম্মুখে তল্লাসী করা হয়। একপর্যায়ে তার দোখানে গচ্চিত রাখা প্লাস্টিকের কেরেটের বিতরে থাকা ৭ বোতল বিদেশি মদ সহ ওই কারবারিকে আটক করা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামি শালঙ্গির মিয়ায় বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।।