তালায় ২৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কন্যা গণধর্ষণের শিকার

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ২৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কন্যা গণধর্ষণের শিকার তথ্যসূত্রে জানা যায়।
ঘটনার দিন সন্ধ্যা অনুমানিক ৭ টার দিকে জেঠুয়া গ্রামের বাক প্রতিবন্ধী হারিয়ে যাই। অনেক খোঁজাখুঁজির পর ঐ দিন রাত অনুমানিক ১টার দিকে জেঠুয়া জালালপুর গরুর হাঁটে পাশে কপোতাক্ষ নদের তীরে কাদামাটি মাখা অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনরা।
ঘটনা ঘটে ১৪ ই মে উপজেলার জালালপুর উক্ত ঘটনায় থানায় অভিযোগে ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। আসামিরা হলেন উপজেলার জেঠুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে এবাদুল (৩৫) জালালপুর গ্রামের মোঃ মন্টু গোলদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) অভিযুক্ত হাসেম আলী পালাতক আছে বলে জানা গেছে।
ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন জন মিলে গন ধর্ষণ করছে বলে ভিকটিমের মা নিশ্চত করেন
ভিকটিমের মা বাদি হয়ে ১৫ মে গ্রেফতার কৃত দুই জন সহ অপর এক জন মোট তিন জনকে আসামীর করে তালা থানায় একটি লিখিত
বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী রেজাউল করিম জানান ভিকটিমের মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড হয়েছে। তালা থানার মামলা নাম্বার ১৬ তারিখ ১৫-০৫-২০২৩ ইং। গ্রেফতারকৃত আসামীরা থানা হেফাজতে আছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।