রবিবার রাত দুইটার দিকে মহাসড়কের কালিহাতীর জালদো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০) ও ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। তাদের বাড়িই গোপালগঞ্জে। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সদস্যরা মাইক্রোবাস যোগে রংপুর যাচ্ছিলেন। পথে এলেঙ্গা থেকে গাড়িতে তেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাইক্রোবাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হয়।
সূত্র, DBC বাংলা