Type to search

ট্রাক চোর চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে ০১ টি চোরাইকৃত ট্রাক সহ গ্রেফতার

অপরাধ

ট্রাক চোর চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে ০১ টি চোরাইকৃত ট্রাক সহ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ইং ১৪/০৫/২০২২ তারিখ সময় ২১.১০ ঘটিকায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৯নং আরিফপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সুজলপুর সাকিনস্থ জনৈক ফাহাদ ষ্টিল ফার্নিচারের দোকানের পশ্চিম পাশে শুটিপুর পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যাক্তি চোরাই ০১ টি ট্রাক নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একই তারিখ ২১.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শাহিন বিশ^াস (৪৪), পিতাঃ মৃত লুৎফর রহমান, মাতাঃ মৃত আমেনা বেগম, সাং-কুলকাঠি, থানা- নলসিটি, জেলাঃ ঝালুকাঠি এ/পি কাঁঠালতলা (ঘোষপাড়া) শ্রী সাধনের বাড়ির ভাড়াটিয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে ০১ টি হলুদ রংয়ের বড় ট্রাক সহ হাতে নাতে ধৃত করে। ধৃত আসামী ট্রাকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ০১ টি বড় ট্রাক, মোবাইল-০১ টি ও সিম-০২ টি জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত সহ যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ বাংলাদেশ পেনাল কোড ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।