ঝিনাইদহ হতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
২৮ অক্টোবর ২০২৪ইং ঝিনাইদহের বাস টার্মিনাল এলাকা হতে ৪৫ বোতল ফেনসিডিল সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন একটি দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি দুপুর প্রায় ১২ টার সময় সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৫(পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী- ১। মোঃ ওয়ালিদ হাসান (১৯), পিতা-মৃত আলমগীর মন্ডল, সাং- তালসার, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ ফেন্সিডিল ৪৫ বোতল, ০১টি মোবাইল ফোন, নগদ- ১০০০/-টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।