Type to search

ঝিনাইদহ হতে দেশীয় তৈরী ০১টি ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারীকে আটক

অপরাধ

ঝিনাইদহ হতে দেশীয় তৈরী ০১টি ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারীকে আটক

 

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

ঝিনাইদহের শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকার মহিষগাড়ি এলাকায় র্যাব-৬ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা গুলিসহ অস্ত্রধারী মোক্তার মল্লিককে আটক করে র্যাব-৬। র‌্যাব-৬, সিপিসি-২ সুত্র থেকে জানা যায়,, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত ০১.৩০ ঘটিকায় মহিষগাড়ি গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী – ১। মোঃ মোক্তার মল্লিক (৪৫), পিতা- মোঃ মৃত অছেল মল্লিক, সাং- মাইলমারি, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।