Type to search

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

জেলার সংবাদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

 

অপরাজেয় বাংলা ডেক্স : ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় আরিফ শেখ (৬১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ উপজেলার রানীনগর গ্রামের বাসিন্দা এবং চড়িয়ারবিল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরির কাজ করতেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আরিফ শেখ। ওই সময় কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যান। সূত্র, সুবর্ণভূমি