ঝিকরগাছায় র্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিকরগাছায় র্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাবের এক প্রেস বার্তায় জানা গেছে,বুধবার বিকালে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার একটি আভিযানিক দল যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গদখালী কালীমন্দিরের সামনে ওমরখানের তুলার কারখানার মধ্যে অভিযান পরিচালনা করে মোঃ সজিব খান (২৪), পিতা আব্দুল মজিদ খান, এ/পি সাং-গদখালী বাজারের কালী মন্দির, থানাঃ ঝিকরগাছা, সাং-দক্ষিন বুরুজবাগান, থানা- শার্শা, জেলাঃ যশোর’কে ৬৫০ (ছয়শত পঁঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।