ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে কম্বল বিতরণ করলেন ইউএনও ভুপালী সরকার

ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে কম্বল বিতরণ করলেন ইউএনও ভুপালী সরকার
আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা সন্তান কমান্ডের উদ্যোগে ৩শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। সোমবার (২৭জানুয়ারী) বিকাল ৩টায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ইমরান রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মমর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশা, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সেলিম রেজা, সদস্য তৌফিক রেজা টোকন, জেসমিন সুলতানা, ছাত্র প্রতিনিধি আখিঁ খাতুন প্রমূখ।