Type to search

ঝিকরগাছায় দু’টি রাস্তা ও ফুটবলের ফাইনাল খেলার উদ্বোধন করলেন নাসির উদ্দিন এমপি

ঝিকরগাছা

ঝিকরগাছায় দু’টি রাস্তা ও ফুটবলের ফাইনাল খেলার উদ্বোধন করলেন নাসির উদ্দিন এমপি

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার সময় ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংষ্কার (কাবিটা) বিশেষ প্রকল্পের আওতায় বল্লা হিন্দুপাড়া থেকে পাকা রাস্তা পর্যন্ত ও বল্লা মজিদের বাড়ি হতে মশিরনের বাড়ি ভায়া নজরুলের বাড়ি পর্যন্ত বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বল্লা স্কুল মাঠে বেলা ৩টার সময় বল্লা যুবসমাজ ও গ্রামবাসীর আয়োজনে বল্লা ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব খাইরুজ্জামান, বল্লা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম (অবঃ নৌঃ), বল্লা (বিএনকে) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যক রেজা নুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাহিদুজ্জামান সাজ্জাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার সভাপতি আজাহারুল ইসলাম মিথুন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মাহাবুর হাসান বরি সহ আরো অনেকে।
উল্লেখ্য, বল্লা ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ৩-০ গোলে মাটিকোমরা একাদশ চাম্পিয়ান হয়ে ২৫হাজার টাকা এবং উলাশী একাদশ রানার্স আপ হয়ে ১৫ হাজার টাকার চেক প্রদান করেছেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।