ঝিকরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করলেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের ধারাকে বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্ব আপসীম। প্রধানমন্ত্রীর জন্য দেশের মানুষ আজ ডিজিটাল প্লাটফরমে আসতে পেরেছে এবং দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে বার বার দরকাক শেখ হাসিনা সরকার।
বুধবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের র্যালী, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সে রুমে আলোচনা ও ৩জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল’র সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) কে, এম, মামুনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মইনুল ইসলাম, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, যশোর জেলা যুবলীগের সহসভাপতি আজাহার আলী, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।