ঝিকরগাছায় উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
,ঝিকরগাছা(যশোর) : যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, বিআরডিবি অফিসার মাহামুদুল হাসান, সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সংবাদকর্মী সহ আরও অনেকে।
ঝিকরগাছায় ৪০বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেফতার
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ’র নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান’র সার্বিক তত্ত্বাবধানে, থানা পুলিশ ৪০ বোতল ফেন্সিডিল সহ মোঃ সম্রাট হোসেন (২২) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। সে শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের মহব্বত আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৌর বাজারস্থ বাসস্টান্ড সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের পাশে জামান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে বেনাপোল হতে যশোরগামী বাস থেকে মাদককারবারী মোঃ সম্রাট হোসেনকে গ্রেফতার করেন থানার এসআই (নিঃ) জিএম ইমরান হোসেন রাজু, এএসআই (নিঃ) ইয়াসিন আলী, এএসআই (নিঃ) জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স। থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৪, তারিখ- ২৮/১১/২০২৪ইং। গ্রেফতারকৃত আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।