Type to search

ঝিকরগাছার নির্বাসখোলা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন রাজু

অন্যান্য

ঝিকরগাছার নির্বাসখোলা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন রাজু

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নির্বাসখোলা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মো. মহিন উদ্দীন রাজু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক  গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
নির্বাসখোলা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির ৪ সদস্যের এডহক কমিটির জারির তারিখ হতে অনাধিক ০৬মাসের জন্য অনুমোদন দিয়েছে যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান। তাছাড়াও এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব পদে অধ্যক্ষ, নির্বাসখোলা ইউনিয়নের নির্বাসখোলা স্কুল এন্ড কলেজ, সাধারণ শিক্ষক সদস্য পদে মো. আশিকুজ্জামান, অভিভাবক সদস্য পদে আসাদুজ্জামান স্বপন দায়িত্ব পেয়েছেন।
এডহক কমিটির সভাপতি হওয়ার বিষয়ে মো. মহিন উদ্দীন রাজু বলেন, আমাদরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খুব গুরুত্বপূর্ণ স্থান। আমরা যদি প্রকৃত ভাবে শিক্ষিত হতে পারি তাহলে আমাদের কাছে সব কিছুই সম্ভব। আমি এই এডহক কমিটির মাধ্যমে শিক্ষা নিয়ে কাজ করবো। যাতে করে আমার এলাকায় এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো করে লেখাপাড়া করে আমাদের সম্মান অক্ষুন্ন রাখবে।