জাতপাতের ঊর্ধে উঠে সকল সনাতণী ধর্মালম্বীদের একত্রিত হতে হবে

জাতপাতের ঊর্ধে উঠে সকল সনাতণী ধর্মালম্বীদের একত্রিত হতে হবে
-সমীর কুমার বসু
নড়াইল প্রতিনিধি
জাতপাতের ঊর্ধে উঠে সকল সনাতণী ধর্মালম্বীদের একত্রিত হওয়ার আহবান জানান বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের
সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সমীর কুমার বসু। নড়াইলের কালিয়া উপজেলার ধাড়িয়াঘাটা ঠাকুর বটতলা মন্দির প্রাঙ্গণে ৬ষ্ঠ-বার্ষিক মতুয়া মহা সম্মেলন-২০২৫ উৎসবে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। সমীর কুমার বসু আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে ছাত্রদলের রাজনীতি করতাম। সেই সময় ও চাকরি কালীন সময়ে দেখেছি সনাতন ধর্মাবলম্বীরা একত্রিত্ব না হওয়ায় আজীবন নির্যাতিত হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বেশি নির্যাতিত হয়েছে।
মতুয়া সম্মেলন শুভ উদ্বোধন করেন শ্রী সদানন্দ পৌঁসাই শ্রী ফটিক গোঁসাই শাপলীডাঙ্গা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু নিরঞ্জন বিশ্বাস সভাপতি, চাঁচুড়ী পুরুলিয়া মতুয়া মহাসংঘ।
প্রধান বক্তার বক্তব্য দেন শ্রী ননী গোপাল বিশ্বাস, জুঙ্গেশিয়া।
মতুয়া সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।
বিশেষ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার জয়পুর ধামের মতুয়াচার্য শ্রী পরীক্ষিত গোঁসাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার সদস্য সচিব কার্তিক দাস,
অসিত বরণ সাহা সাবেক ফাইন্যান্স কমিটির সদস্য ও সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, অশোক রঞ্জন কাপুড়িয়া সভাপতি, চাঁচুড়ী পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দির,
সীমাদেবী ঠাকুরাণী শ্রীধাম ওড়াকান্দি ছোটমা বাংলাদেশ,
বাবু নিশিকান্ত সাহা সাবেক সভাপতি, চাঁচুড়ী পুরুলিয়া নামযজ্ঞ কমিটি, বাবু কুমারেশ কাপুড়িয়া (গিরি) সভাপতি, চাঁচুড়ী পুরুলিয়া নামযজ্ঞ কমিটি, বাবু অসীম সিকদার (বাচ্চু) সাধারণ সম্পাদক, চাঁচুড়ী পুরুলিয়া নামযজ্ঞ কমিটি, ড. তাপসী কাপুড়িয়া অধ্যক্ষ, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ, বাবু নিশ্চিন্ত কুমার পোদ্দার সাধারণ সম্পাদক, চাঁচুড়ী পুরুলিয়া রাধা গোবিন্দ দেব মন্দির,বাবু অসীম বিশ্বাস সিএফও, গাজী গ্রুপ, ঢাকা, আমিরুল ইসলাম (মনি) চেয়ারম্যান, ২নং পুরুলিয়া ইউনিয়ন পরিষদ, বাবু বৈদ্যনাথ রায় সভাপতি, চাঁচুড়ী পুরুলিয়া মহা-শ্মশান কমিটি,চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া,১২নং চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ, বিশেষ বক্তা: বিশ্বজিৎ কীৰ্ত্তনীয়া, সহকারী শিক্ষক, চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাবু প্রদীপ বিশ্বাস সাধারণ সম্পাদক, চাঁচুড়ী পুরুলিয়া মহা-শ্মশান কমিটি, বাবু তপন কুমার দত্ত (তপু দত্ত) সভাপতি, মতুয়া মহাসংঘ, কালিয়া, নড়াইল।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী সোনাতন বিশ্বাস, ফুলদাহ মতুয়া সংঘ।
সার্বিক ব্যবস্থাপনায়: ফুলদাহ, খাড়িয়াঘাটা, কৃষ্ণপুর, ডহর চাঁচুড়ী, চাঁচুড়ী ও পুরুলিয়া’র মতুয়া সংঘের ভক্তবৃন্দ।
এ অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে শত শত মতুয়া দলের সমাগম হয়। ডাক,ঢোল, সানাইয়ের সুরে অনুষ্ঠান স্থল মাতিয়ে তোলেন ধর্মপ্রান ভক্তরা। যা দেখতে জেলা শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলার হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা ছুটে আসেন। ১লক্ষ্যের অধিক লোকের খাবারের আয়োজন করা হয় এই মতুয়া সম্মেলনে। মতুয়া উৎসব ঘিরে ধর্মীয় নানা আয়োজন শেষে আলোচনা সভা হয়।
ধর্মীয় এ উৎসব ঘিয়ে জয়পুরে গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসে। কেনাকাটা ছিল দর্শনীয়।
মেলা দেখতে আসা মালতি বালা বলেন, এখানে প্রতি বছর এ অনুষ্ঠানে আসি। মেলা দেখি। লক্ষ লক্ষ মানুষ এ অনুষ্ঠানে আসেন। মা ও ছোট বোনকে নিয়ে এসেছি ভালই লাগছে