Type to search

ছেড়াপাতা / বিলাল মাহিনী 

সাহিত্য

ছেড়াপাতা / বিলাল মাহিনী 

ছেড়াপাতা
বিলাল মাহিনী
পৃথিবীর সব এককের ভিতর অসম্ভব সৌন্দর্য বিরাজমান
এক চাঁদ, এক সুরুজ, এক বুরুজ
বক পাক্ষীটাও যখন একপায়ে দাঁড়িয়ে রয়, তখন যতোটা সুন্দর লাগে, অন্য সময় তেমন লাগে না
সৃষ্টিকর্তা এক না হয়ে বহু হলে ঝলসে যেতো পৃথিবীর সবুজ অরণ্য
গ্রহ নক্ষত্র যুদ্ধ বাঁধিয়ে দিত যার যার প্রভুর পক্ষে
সতীনের সংসার যেমন
তেমনি চুল ছেঁড়া-ছেড়ি শুরু হয়ে যেতো আসমানের পরীদের সংসারে,
যদি বহুপতি রাজত্ব করতো ভবে
প্রতিষ্ঠান প্রধান একজন হয়,
দেশ চালায়ও এক রাজা
শুধু শান্তির লাগি,
হাজারো করাঘাতে অতিষ্ঠ প্রজা
নীড়ে ফেরে দিনশেষে এক বিচারপতির রায়ে
সাদাকালোর যুগই ছিল, শ্রেষ্ঠ যুগ
ছিল না ময়দা সুন্দরীর লুকোনো ত্বক
ছলনা, মায়ার খেলা, ভালোবাসার নামে মিছে অভিনয়!
বিত্ত-বৈভবের চেয়ে ঢের কোনো অশান্তি নেই ভবে, বৈশ্বিক চাহিদা আর নাফসের আকাঙ্ক্ষার সলীল সমাধি দিতে পারলে অমিয় সুধা পানে ধন্য হয় মানব আত্মা!
তাইতো সুখমুক্ত একটা সাদামাটা জীবন বেছে নিলাম। একাকিত্বের মাঝে,
ওপারের জীবনের পাথেয় খুঁজি রাত্রির তৃতীয় ভাগে…।