ছেলেটা সিগারেটের ধোঁয়াও নিতে পারত না: ফারদিনের বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সুষ্ঠু বিচার ও দ্রুত তদন্তের দাবিতে ফের মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। আজ সোমবার বেলা ১১টায় বুয়েট শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারদিনের বাবা কাজী নূর উদ্দিনও অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের উদ্দেশে ফারদিনের বাবা বলেন, আপনাদের কলম একজন মৃত ব্যক্তির সঠিক বিচার পাবার বিষয় ও তার চরিত্র তুলে ধরে। আপনারা যখন কলম ধরবেন, তখন হৃদয় দিয়ে ধরবেন, মস্তিষ্ক খাটিয়ে ধরবেন। মৃতব্যক্তির প্রতি অন্যায় করলে ক্ষমা পাবার কোনো সুযোগ নেই। এমন কিছু করবেন না যা তার চরিত্রের ওপর আঘাত করে।
বিবৃতিতে তারা বলেন, ফারদিন আমাদের সহপাঠী, আমাদের ভাই। তার অকালপ্রয়াণ আমাদের করেছে ব্যথিত, তার পরিবারের অসহায়ত্ব আমাদের ক্ষুব্ধ করেছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুততম সময়ে গ্রেফতার করা এবং তাদের বিচারের আওতায় আনার জন্যে আমরা দাবি জানাচ্ছি। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা, বুয়েট শিক্ষার্থীরা ফারদিনের পরিবারের পাশে আছি এবং থাকব। আমরা আশা করি ভবিষ্যতে ফারদিনের মতো আর কোন মেধাবী প্রাণ অকালে ঝরে পড়বে না।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হয়। নিখোঁজের চারদিনের মাথায় গত ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক, তার পরিবার ও সহপাঠীদের দাবি, ফারদিনকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।