Type to search

চৌগাছয় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বাজার

যশোর

চৌগাছয় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বাজার

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃআসছে খুশির পবিত্র ঈদুল আজহা।করোনা মহামারীতে ঈদুল ফিতরে তেমন কোন গামেন্টস ও কাপরের দোকানে তেমন ক্রেতাছিল কম পবিত্র ঈদুল আজহা কাপরের দোকান জুতার দোকান ও গামেন্টস দোকান উপচে পাড়া ভির ঈদ মানে খুশি আনন্দ নতুন পোশাক । দিন যতই ঘনিয়ে আসছে ততই বারচে কেনাকাটার আগ্রহ।পবিত্র ঈদ
আজহা সমনে রেকে জমে উঠেছে চৌগাছা বাজার বেচা কেনা। ঈদ কে মামনে রেকে ব্যস্ত সমায় পার করেছেন পোশক, জুতা ও কসমেটিক্্র বিক্রতারা । বিভিন্ন দোকানে নিত্য -নতুন পোশাকের প্রতি আগ্রহ বেশি তরুন-তরুণীদের । বিভিন্ন দোকানে সরবারাহ করা হচেছ দেশি বিদেশি বিভিন্ন মডেলের পোশাক । সকাল থেকে
রাত পর্যন্ত বেচাকেনা । পিচিয়ে নেই জুতার দোকান বিভিন্ন ব্রন্ডের জুতা ও সরুম গুলোতে।