চৌগাছা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের ত্রি-বার্ষিক কাউন্সিল ও বিদায় সংবর্ধনা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর ত্রি-বাষিক কাউন্সিল ও অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সহ ৫১ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর)সকাল ১০ টায় উপজেলা শিক্ষা ভবনে শিক্ষক সমাজ এর ত্রি-বাষিক কাউন্সিলর অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচনী কালীন কমিশনার এবি সিদ্দিক এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নিগার সুলতানা ও রাবেয়া সুলতানা লিপির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এইচ ,বি,এম, আছাদুজ্জামান, সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর,আব্দুল অদুদ, সহকারি শিক্ষক সমাজ জেলা কমিটির সভাপতি সুদের কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সাইফুল রহমান, অন্যান্য নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমদ, এলজিডি অফিসার রিয়াসাত ইসতিয়াত, উপজেলা ইউ আর সি ইনেস্ট্রার রোকনুজ্জামান খান, অবসরপ্রাপ্ত শিক্ষকের মাধ্য বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী , কাসেম আলী,অনুষ্ঠান শেষ উপজেল সহকারি শিক্ষক সমাজের
মেহেদী আল মাসুদ কে সভাপতি ও অভীজিৎ কুমার রায় সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।