চৌগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিপ ক্রেড ইউনিয়ন উদ্যোগে বীমা দাবি প্রদান

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে মৃত কলেজ কর্মচারীর স্ত্রীকে বীমা দাবি প্রদান করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় শহরের যশোর বাসস্ট্যান্ডের সংস্থাটির কার্যালয়ে এসএম হাবিবুর রহমান পৌর কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আজাদুর রহমানের (সদস্য নং-৩৬৩) স্ত্রী শিউলী খাতুনকে এই বীমা দাবি পরিশোধ করা হয়। ১ লক্ষ ৮৮ হাজার ২শ টাকা ঋণ নিরাপত্তা বেনিফিট, ১২ হাজার ৩৮৬ টাকা লাইফ সেভিংস বেনিফিট এবং ৫ হাজার টাকা দাফনের জন্য অনুদান প্রদান করা হয়।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শামনুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যালব লিমিটেডের জেলা ব্যবস্থাপক আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি মজিরুল ইসলাম, সদস্য হানিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, নিয়ামত আলী, চৌগাছা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক অরুপ কুমার দাস, প্রোগ্রাম অফিসার আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।