Type to search

চৌগাছা উপজেলা নির্বাচনে এস এম হাবিব চেয়ারম্যান নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

চৌগাছা

চৌগাছা উপজেলা নির্বাচনে এস এম হাবিব চেয়ারম্যান নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) চৌগাছা প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়।

গতকাল ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এই ভোটে এসএম হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্¦ী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ড. মোস্তানিছুর রহমান  (মোটর সাইকেল) পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট।

এস এম হাবিবুর রহমান ৩য় বারের মতো চৌগাছা উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন । উপজেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম রেজা নির্বাচন নির্বাচিত হন। এদিকে প্রথম বারের মতো ২৬ হাজার ৬০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন (হাঁস প্রতিক)। ১৫ হাজার ৩৯০ ভোট পেয়ে এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামলীগের প্রায়াত নেতা ইমামুল হাসান টুটুলের সহধর্মির্ণী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল লাকি (কলস)। এছাড়া নাজনীন নাহারের (বৈদ্যুতিক পাখা) পেয়েয়েছে ১২ হাজার ৭৭৭  ভোট, কামরুন নাহার শাহিন (ফুটবল) পেয়েছে ১ হাজার ৬৪৪ ভোট, এবং রীপা ইসলাম (প্রজাপতি) পেয়েছে ৬ হাজার ৪০৬ ভোট। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়।

২১ মে ২য় ধাাপে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এই উপজেলায় ২০২১ সালের ১৪ ফেব্রয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার বাইরে ১১টি ইউনিয়নের ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট দিলেন।

ভোট গ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা সুষ্মিতা সাহা নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন।

উল্লেখ্য উজেলায় ১ পৌরসভা ও ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ২০৬ জন।