চৌগাছায় ৪০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী আটক
শ্যামল দত্ত(যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা প্রাইভেট কারে বহনের সমায় ৪০ বোতল ফেনসিডিল সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার বিকাল ৪ টার সমায় গোপন সংবাদ পেয়ে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে দিয়ে চৌগাছা উপজেলা মুক্তারপুর গ্রামের মধ্যে প্রাইভেট কার গতিরোধ করে এ সমায় এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ব্যাগ ভর্তি ফেনসিডিল সহ
পালিয়ে যায়। আটক করা হয় প্রাইভেট কার চালক মাদক ব্যবসায়ী শার্শ উপজেলার সানজিদ হাছান স¤্রাট(২৮),যশোর পুলিশ লাইনে টালী খোলার শাহিন আলম(৩৬),যশোর ওয়াপ দাহা পাড়া তারিক হাছান(৩৬),ঝিকরগাছা উপজেলার বিল্লাল হোসেন আটক করতে সক্ষম হয় চৌগাছার থানার অফিসর ইনচার্জ রিফাত খান রাজীব,সহ দশপাকিয়া পুলিশ ফাড়ির আইসি মোশারফ হোসেন নেতিত্বে দেয়।