চৌগাছায় ২১ তম ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্মা মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছায় ২১ তম ১৬ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্মা মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭এপ্রিল থেকে ৩০এপ্রিল) পর্যন্ত ৪দিন ব্যাপি জীব জগতে মঙ্গল কামনায় পৌরসভার সার্বজনী সরদারপাড়া মহাশশ্মান মন্দিরে প্রাঙ্গণে শ্রী শ্রী তারকব্রহ্মা মহানাম যজ্ঞে ২৭ এপ্রিল সন্ধ্যায় অধিবাস ও ভাগবত আলোচনা সভা করেন নিতাম নন্দ আশ্রম পাইগাছা গোস্বামী সুকদেব দাস। ২৮ ও ২৯ এপ্রিল ১৬ প্রহর ব্যাপি অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্মা মহানাম অনুষ্ঠিত। মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রভাত লগ্লে মহানাম সমাপন কুঞ্জ ভঙ্গ নপর পরিক্রমা মহাপ্রভুর ভোগ অন্ত মহাপ্রসাদ বিতরণ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অধিবাস শুভ সূচনা হয়, স্বাগতিক অধিবাস কীর্তন করেন সরদার পাড়ার দল আরাম্ভ করেন,। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, মহানাম যজ্ঞ উদযাপন কমিটির সভাপতি বিষ্টু বাবু, সাধারণ সম্পাদক খিরোদ বাবু,অর্থ সম্পাদক মোনা বাবু ,এছাড়া সার্বিক সহযোগিতা করেন বলরাম, সঞ্জয় বাবু,নিমাই বাবু, চাঁন বাবু, সৈলেন বাবু,দিপু বাবু,সুমন বাবু, রাম বাবু,লালু বাবু,শিতল বাবু,উৎফল বাবু, সাধন, শান্ত,ছোট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করেছেন।