Type to search

চৌগাছায় ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চৌগাছা

চৌগাছায় ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

শ্যামলদত্ত , চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে যশোরের চৌগাছায় আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে ভাস্কর্য মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম ও আনিচুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু ও সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক,মহিলা যুবলীগের সহ সভাপতি রিপা ইসলাম,এছারা উপস্থিত ছিলেন যুবলীগপর আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, নুর মোহাম্মদ,নিতায় সরকার,আজাদুর রহমান আজাদ,হাসেম আলী,স্বরুপদাহ ইউনিয়ন যুবলীগের নেতা আসরাফুল ইসলাম,আসাদুল ইসলাম আসাদ,হারুন অর রশিদ,উপজেলা ছাত্র লীগর আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এইচ এম ফিরোজ, সরকারি কলেজের ছাত্র লীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি আলোচনা সভা শেষে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম শাহজাহান আলীর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে একইদিনে দিবসটি পালনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফিরোজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক হারুন রশীদ, আসিফ আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শফিউর রহমান রাথিকসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশের আগে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড় সংলগ্ন স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় হতে আরম্ভ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে।

অপরদিকে বিকাল ৫টায় ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পাশাপোল ইউপি সদস্য ও যুবলীগ নেতা আমিরুল ইসলাম। সেখানে পাশাপোল পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা শ্রী মহাদেব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মামুন শামীম আক্তার লিখনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফিরোজ ও শফিউর রহমান রাথিক।