Type to search

চৌগাছায় সৌর শক্তি চালিত ৩ টি সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর

জাতীয়

চৌগাছায় সৌর শক্তি চালিত ৩ টি সেচ পাম্প উদ্বোধন ও হস্তান্তর

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় সৌর শক্তি চালিত ৩ টি সেচ পাম্প উদ্বোধন ও ৩ টি সমবায় সমিতির সদস্যদের মাঝে হস্তান্তর। রবিবার (২৪ জুন) বেলা ১২ টায় হেইফার ইন্টরন্যাশনাল সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন(আর আর এফ) আয়োজনে নারায়নপুর ইউনিয়নে হাজরাখানা বকুলতলা আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির, বন্দেলীতলা সততা নারী কল্যাণ সমবায় সমিতি, স্বরুপদাহ ইউনিয়নে দান বক্স একতা নারী কল্যাণ সমবায় সমিতি ৩ টি সমনায় সমিতির নেতৃবৃন্দের নিকট সৌর শক্তি চালিত সেচ পাম্প হস্তান্তর সময় এক আলোচনা সভায় প্রকল্প সমন্বয় আর আর এফ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, সমবায় অফিসার অহিদুল ইসলাম,বি এ ডি সির সহকারী প্রকৌশলী জাকির হোসেন এছাড়া উপস্থিত ছিলেন হেইফার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গন ও সমবায় সমিতির সদস্য গণ, স্থানীয় বন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌর শক্তি চালিত সেচ পাম্প সমবায় সমিতির উদ্দেশ্যঃ সমবায় সমিতির সদস্য গনের আত্মনির্ভরশীল গড়ে তুলবে, স্বল্প খরচে পরিবেশ বান্ধব সেচ ব্যবস্থা চালু করা, সমবায় সমিতির সদস্য গণ আয়ের উৎস বৃদ্ধি ও নিজেকে স্বনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সহায়তা করে, সবাই সমিতির আয়ের উৎস সৃষ্টি সর্বশেষ গুরুত্ব দেখাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি নির্ভর কমবে।