Type to search

চৌগাছায় সুদেকারবারী মিঠুর বিরুদ্ধে এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যশোর

চৌগাছায় সুদেকারবারী মিঠুর বিরুদ্ধে এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃযশোরের চৌগাছায় মিজানুর রহমান মিঠু নামে এক সুদেকারবারী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হায়দার আলী নামে চৌগাছা শহরের এক জুয়েলার্স ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২০১০ সালে আমার ব্যবসায়ী প্রয়োজনে ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার তিনটি ব্লাঙ্ক (সাদা) চেক জামানত রেখে সুদে মিঠুর নিকট থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা দাদন হিসেবে নিই। প্রতিমাসে ৪০ হাজার টাকা সুদ হিসেবে দিতে হয়। দীর্ঘ ৬ বছর সুদের টাকা দিয়েছি ২৮ লাখ ৮০ হাজার টাকা।
তার সুদের টাকা দিতে গিয়ে আমি সর্বশান্ত হয়ে যায়। ২০১৬ সালে আমার চৌগাছা পৌর শহরের নিরিবিলিপাড়ার নিজের বসতি ভিটা বাড়ীসহ বিক্রি করি। এ সময় পৌর শহরের হুদা চৌগাছা গ্রামের মৃত এরশাদ সর্দারের ছেলে স্থানীয় (মহুরী) দলীল লেখক রেজাউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সুদে মিঠুর নিকট থেকে দাদন নেওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করি। টাকা ফেরত দেওয়ার সময় তিনি আমাকে বলেন তোমার জামানত রাখা চেকের মধ্যে ১টি চেক হারিয়ে গেছে। বাকী ২টি চেক আমার নিকট ফিরিয়ে দেন। বর্তমানে আমি আমার বসত ঘরবাড়ী হারিয়ে দারুণ ভাবে মানবেতর জীবন যাপন করছি। এর মধ্যে সুদে মিঠু আমার নিকট থেকে জামানত রাখা ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার সেই চেক যার নং ৫৮১৯৫৪৮ ব্যবহার করে আমার নামে একটি লিগ্যাল নোঠিশ প্রেরণ করেছে। নোঠিশে সে আমার নিকট বর্তমানে আরো ১১ লাখ টাকা পাবে বলে দাবী করছেন। বাধ্য হয়ে আজ সংবাদ সম্মেলন করছি। যাতে বিষয়টি গণমাধ্যমে প্রচার করে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে পড়ে। সরকার এ সমস্ত সুদে মহাজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে মাঠে ময়দানে কাজ করতে তাগিদ দিয়েছেন। আমরা আশা করি এ সংবাদ সম্মেলনের খবর গণমাধ্যমে প্রচার হলে সুদে মিঠুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন। তিনি আরো বলেন, সুধু আমি ভিটে ছাড়া হয়নি সুদে মিঠুর অত্যাচারে সর্বশান্ত হয়েছেন উপজেলার উত্তর কয়ার পাড়া গ্রামের হিন্দুপাড়ার শ্রী বসির বিশ্বাসের ছেলে শ্রী পরেশ বিশ্বাস, পৌর শহরের বিশ্বাসপাড়ার আইনাল হোসেন বিশ্বাসের ছেলে আশরাফ হোসেন বিশ্বাস, শহরের কারিকার পাড়ার মৃত মানিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম নজু, শহরের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, শহরের বিশ্বাসপাড়ার মৃত আব্দুস শুকুরের ছেলে আলা উদ্দীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌগাছা বাজার জুয়েলারী সমিতির সভাপতি বাবু অনন্ত সরকার, সাধারণ সম্পাদক দিদার হোসেন ডাবলু, ব্যবসায়ী ফারুক হোসেন, স্বরুপদহ ইউপি মেম্বর জাকির হোসেন খান, ফখরুজ্জামান, নারায়ন মন্ডল, বাবুল হোসেন প্রমুখ।