চৌগাছায় শীতে নিবারণে গরম কাপড় কেনার ধুম

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ
চলছে শীতের মৌসুম কুয়াশার সাথে পাল্লাদিয়ে বাড়ছে শীত।কলকলে ঠান্ডায় মানুষ নিরব। বেলা বের না হওয়া পর্যন্ত কাজ চলছে ধীরগতিতে । করোনাকালীন এই পরিবেশ অর্ধসংকেট অধিকাংশ মানুষ তাইতো শীত নিবারণ জন্য উপজেলা বাজরের বিভিন্ন শপিং মহোল গার্মেন্টস দোকানে ও ফুটপাত,পুরাতন মার্কেট দোকানে শিশু ,যুবক ,যুবতী বৃদ্ধা সহ সকল প্রকার মানুয়ের উষ্ণ কাপড় কিনতে উপছে পরা ভির। গত সপ্তায় দেখা যায় দোকানে দোকানে উষ্ণ কাপরের ক্রেতাদের উপচেপড়া ভির । পুরাতন মার্কেট থেকে গরম কাপড় ক্রয় করতে আশা ইমরুলের হোসেনের সাথে কথা বললে তিনি বলেল একটু দাম কম মোট মুটি দাম কমথায় গরম কাপড় পাওয়া যায় । পরিবারের জন্য শীতের গরম কাপড় ক্রয় করে নিয়ে যাচিছ।