Type to search

চৌগাছায় মশ্যমপুর কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা

চৌগাছায় মশ্যমপুর কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যামল দত্ত   চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই শ্লোগানে যশোরের চৌগাছা উপজেলার সদর  ইউনিয়নের মশ্যমপুর কমিউনিটি ক্লিনিকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে সদর ইউনিয়নের মশ্যমপুর কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। র‍্যালী শেষে দিবসটি উদযাপনের লক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মশ্যমপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুচ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রেজওয়ান হাবিব আলিফ। সদস্য সচিব মনিরুল ইসলাম রকির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেন, মশ্যমপুর কমিউনিটি ক্লিনিকের এমএইচভি নার্গিস খাতুন, সীমা খাতুন, মুন্নি খাতুন,  ইয়াসমিন খাতুন, ফারজিনা আক্তার সহ কমিউনিটি ক্লিনিকের গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যরা।