Type to search

চৌগাছায় মটোর সাইকেল চুরি

জেলার সংবাদ

চৌগাছায় মটোর সাইকেল চুরি

চৗেগাছা(যশোর) প্রতনিধিঃ যশোর চৌগাছা সরকারি হাপাতালের পাশ থেকে নিল রঙের এ্যাপাসি মটোর সাইকের চুরি হয়েগিয়েছে। ৩ মার্চ রোজ বুধবার দুপুর ১.৩০ মিনিটে এ্যাড.সিরাজুল ইসলাম সাগর (৩৮) পিতা মশিযার রহমান,গ্রাম বিশ্বেষ পাড়া ,গটনা বিবারনে জানা যায় সরকারি হাসপাতালের পাশে সেলুনের দোকানে চুল কাটাছিল যশোর ল-১২-৯৫৯৯ নম্বর ১৬০ সি সি নিল রঙের এ্যাপাসি মটোর সাইলটিসংঘবদ্ধ চোরেরা গারের লক তালা ভেঙ্গে মটোর সাইকেল নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ বিষয় চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই আশিকুর রহমান কাছে জানতে চাইলে তিনি মটোর সাইকেল চুরি হয়েছে সত্যতা স্কীকার করেন।