Type to search

চৌগাছায় ভৈরব ও কপোতাক্ষ নদে ৪শ কেজি মাছের পোনা অবমুক্ত

যশোর

চৌগাছায় ভৈরব ও কপোতাক্ষ নদে ৪শ কেজি মাছের পোনা অবমুক্ত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছার ভৈরব ও কপোতাক্ষ নদে ৪শ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
শনিবার বেলা সাড়ে দশটায় চৌগাছা শহরের বাবুঘাটে কপোতাক্ষ নদে এবং বেলা ১১ টায় চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদহ মোড়ে ভৈরব নদে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি মৎস্য ফার্মের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান ও সৌভিক রায়, মৎস্যজীবিদের প্রতিনিধি হাকিমপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি সুফল চন্দ্র বিশ^াস প্রমুখ।