Type to search

চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

চৌগাছা

চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বজ্রপাতে শরিফুল ইসলাম (৫৬) এক কৃষকের মৃত্য হয়েছে।বুধবার (২৩ আগষ্ট) অনুমানি দুপুরে ১টার চাঁদপাড়া পশ্চিম মাঠে বজ্রপাতে শিকার হন শরিফুল ইসলাম। উপজেলার নারায়নপুর ইউনিয়নে চাঁদপাড়া গ্রামের মৃত মুজিবুর বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম,বুধবার(২৩আগষ্ট) প্রতিদিনের নাই সকাল ৭টার সময় নিজের জমিতে কৃষি কাজ করতে যায় শরিফুল ইসলাম তিনি বিকালে বাড়িতে আর আসেনি পরিবারের লোকজন সন্ধ্যা পর থেকে খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে বজ্রপাতে নিহত শরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৪ আগষট) সকাল ৭ টার সময় পশ্চিম মাঠে গায়ে পোড়া অবস্থায় নিজের ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এলাকার লোকজন নিহত শরিফুল ইসলাম উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়। স্থানিয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন বজ্রপাতে
শরিফুল ইসলাম এক কৃষকের মৃত্য হয়েছে তিনি বলে। থানার ওসি তদন্ত জেলাল হোসেন বলেন বজ্রপাতে এক কৃষকের মৃত হয়েছে সত্যতা নিশ্চিত করেন থানায় একটি অপবিত্র মামলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *