চৌগাছায় প্রতিবন্ধীদের নিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষা উপকরণ বিতারণ

শ্যামল দত্ত চৌগাছা চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় দিনব্যাপি প্রতিবন্ধী শিক্ষাক্ষীদের নিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক শিক্ষা উপকরণ বিতারণ করা হয়। বৃস্পতিবার ( ২১ নভেম্বর ) সকাল ৯টায় থেকে বিকাল ৪ পর্যন্ত চৌগাছা সরকারি সাউথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধীদের শিক্ষাথীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় আশরাফ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুম্মিতা সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিয়ানী ইউনিয়ন চেয়ারম্যান এম এম মোমিনুর রহমান, আশরাফ ফাউন্ডেশন সমন্বয়কারী মামুনুর রশিদ বকুল এছাড়াও উপস্থিতি ছিলেন বিএনপির কৃষক দলে সভাপতি আজগার হোসেন, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীয়া শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। বিকালে অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের শিক্ষাক্ষীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, আমরা প্রতিবন্ধীদেরকে তাদের জীবনযাত্রার মান উন্নতিকল্পে কাজ করে আসছি এবং আগামীতে চৌগাছা উপজেলাতে সকল ইউনিয়নে স্বাস্থ্য, শিক্ষা, জীবকায়ন, সামাজিক ও ক্ষমতাণ ইস্যুভিত্তিক সহায়তা অব্যাহত থাকবে।