চৌগাছায় পৌর সভা কাউন্সিলার পদে উপ-নির্বাচনে সিদ্দিকুর রহমান বিজয়

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃচৌগাছা পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার পদে উপ-নির্বাচনে সিদ্দিকুর রহমান পাঞ্জাবী মার্কা ৬৩১ ভোট পেয়ে বিজয় হয়েছে।তার নিকট প্রতিন্দী প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী খোকন টেবিল ল্যাম্প মার্কা ১৩০ ভোট পেয়েছে,আহাদুল ইসলাম নজরুল ডালিম মার্কা ৫৩ ভোট পেয়েছেন,শাহাবুদ্দিন পানির বোতল মার্কা ৪০ ভোট পেয়েছেন,ওবায়দুল ইসলাম ফন্টু বøাক বোর্ড মার্কা ২২ ভোট পেয়েছেন,জাফর ইকবল উড মার্কা ৭ ভোট পেয়েছেন, যানা যায় কাউন্সিলার হারুন অর রশিদ মৃত্যু বরণ করাতে পৌর কাউন্সিলার পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।