Type to search

চৌগাছায় পীর বলুহ দেওয়ানের রওজা শরিফ উপলক্ষে ঐতিহ্যবাহী বলুহুর মেলা

চৌগাছা

চৌগাছায় পীর বলুহ দেওয়ানের রওজা শরিফ উপলক্ষে ঐতিহ্যবাহী বলুহুর মেলা

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং ঐতিহ্যবাহী বলুহ দেওয়ানের মেলা ৩:দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পীর বলুহ দেওয়ানের মৃত্যুবার্ষিক রওজা শরিফ উপলক্ষে মিলাত মাহফিল,কোরআন তেলাওয়াত, জিকির,ওয়াজ ও ইছালে ছাওয়াব বিশ্ব অলি কামেল পীর বলুহ দেওয়ানের রওজা শরিফ উদ্দেশ্যে সকল ভক্তবিন্দু আগমন রওজা শরীফে ভক্তবৃন্দের আশেকান জাকেরান শরিয়াত ও মারেফৎ ধর্মীয় ভক্তরা জিকির পরিবেশন করেন। অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন এই কালে ক্রমে যুগ যুগ ধরে পীর বলুহ দেওয়ানের রওজা শরীফ ও মেলা চলছে।আইন-শৃঙ্খলের মাধ্যমে সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন পীর বলুহ দেওয়ানের রওজা শরীফ ও মেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে দেখা শুনা করা হবে।