Type to search

চৌগাছায় জেলা চ্যাম্পিয়ন খুদে ফুটবলারদের সংবর্ধনা

চৌগাছা

চৌগাছায় জেলা চ্যাম্পিয়ন খুদে ফুটবলারদের সংবর্ধনা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলার বিজয়ী চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে সংবর্ধণা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এসময় অন্যান্যের মধ্যে  বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়টির ফুটবল দলের কোচ মাসুদ রানা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্টি বিদ্যালয়ের শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তৃতা শেষে বিজয়ী দলের ১৭ জন খেলেয়াড়সহ ১৮ জনের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে ৮ জানুয়ারি ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েল বালক দলকে ৪-০ গোলে হারিয়ে জেলার চ্যাম্পিয়ন হয় চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের বালক দল।