
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃবৃক্ষ দিয়ে সাজায় দেশ” সমৃদ্ধ করি বাংলাদেশ”এই স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় জলবায়ু বিরুব প্রভাব পরিবেশের ভারসাম্য মোকাবেলার লক্ষ্যে ব্যাপক বনায়ন জন্য ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতারণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু প্রভাব মোকাবিলা সারাদেশ ব্যাপি ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা বিতারণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চৌগাছা -ঝিকরগাছা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান,বন বিভাগের এস এফ এন টি সি ভারপ্রাপ্ত কর্মকর্তা শার্শা মিজানুর রহমান, স্বাগত বক্তব্য দেন উপজেলা বন কর্মকর্তা ফেরদোস খান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন সহ ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ২৫০০ (দুই হাজার পাঁচশত) বিভিন্ন প্রজাতির বৃক্ষের গাছের চারা বিতারণ করেন প্রধান অতিথি স্থানীয় এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।