চৌগাছায় ঘাতক ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত
শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছা ঘাতক ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ইসমাইল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।২২ শে ফের্রুয়ারী রোজ মঙ্গলবার অনুমান সমায় দুপুর ১.,৩০ মিঃ চৌগাছা-মহেশপুর সড়ক গুয়াতরী ঋষি পাড়ার সামনের সড়কে এই দূর্ঘগঁনাটি ঘটে। নিহত ইসমাইরের ছেলে হাছান কবির নয়ন বলেন জীবননগর থেকে মহেশপুর হয়ে এশাট বুলু রংর অ্যাপাচি মোটরসাইকেল চালিয়ে চৌগাছার ভাইরা ভাই বাড়ির দিকে যাচিছলেন আমার পিতা ইসমাইল হোসেন।এসময় পেছন দিক থেকে দশ চাকার একটি ঘাতক ট্রাক তাকে পিষ্ট করে দ্রæতগতিতে চৌগাছার দিক পালিয়ে যায়।এতে ঘঁনাস্থলেই ইসমাইল হোসেন মৃত্যুহয়।পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে থানার পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কতব্য রত ডাক্তার
বলেন আনার পূর্বে মারা গিযেছেন।চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।