চৌগাছায় গ্রীষ্মকাল পেঁয়াজের বীজ সার ও নারিকেল গাছের চারা বিতারণ

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিনা মূল্যে বীজ সার ও নারিকেল গাছের চারা বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টার সময় উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে
২০২৩-২৪ অর্থ বছরে খরিব ২৯২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি
প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের
মাঝে বিনা মূল্যে পেঁয়াজের বীজ সার ও নারিকেল গাছের চারা বিতারণ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা – ঝিকরগাছা আসনের এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিস মুসাব্বির হুসাইন, এছাড়া উপস্থিত ছিলেন
ইউপি চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা হবিবর রহমান, নুরুল কদর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম রেজা সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিনা মূল্যে পেঁয়াজের বীজ সার ও নারিকেল গাছের চারা বিতারণ করেন ৩৩০ জন কৃষকের মধ্যে প্রত্যেকে পেঁয়াজের বীজ ১ কেজি, ডি এ পি সার ২০ কেজি,এমও পি সার ২০ কেজি দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ রক্ষা কারার জন্য ৬৭৫ জন কৃষক প্রত্যেকের মধ্যে ৫ টি করে সাইকেল গাছের চারা বিতারণ করা হয়।
।