Type to search

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

চৌগাছা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে রাব্বি (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকালে আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাব্বি বিশ্বাসপাড়ার সিএনজি চালক শরিফুল ইসলামের ছেলে ও চৌগাছা সরকারী কলেজের এইসএসসি ২য় বর্ষের ছাত্র। স্থানীয় কাউন্সিলর গোলাম মোস্তফা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নিহতের মা গার্মেন্টস এর কাজ শেষে বাড়িতে এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পায়। দীর্ঘক্ষন ডাকাডাকির পর জানালা দিয়ে ছেলেকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। এরপর ডাক-চিৎকারে এলাকাবাসীর সহায়তায় জানালা দিয়ে বাশ ঢুকিয়ে ঘরের দরজা খুলে রাব্বিকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায় এবং কিছুক্ষণ হাটাতে থাকে। হাটানোর কিছুক্ষন পরেই তার মৃত্যু হয় বলে জানায় এলাকাবাসী। তবে মৃত্যুর কারন স্পষ্টভাবে কিছু জানা না গেলেও প্রেমঘটিত কারনে আত্মহত্যা করেছে বলেও ধারনা করেন স্থানীয় কাউন্সিলর গোলাম মোস্তফা।   চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *