চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক জন আত্মহত্যা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে . মিজানুর রহমান (৫০)আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ মে) রাত ১১ টায় সময় বসত বাড়ি পিছনে পেয়ারা গাছে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার পাতিবিলা ইউনিয়নে তেঘড়ী গ্রামের মৃত্য আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান। জানা যায় রাত ১১ টার সময় নিজের ভাতিজা হৃদয় বাড়িতে প্রবেশ করার সমায় চাচা মিজানুর রহমান গলায় রশিদিয়ে ঝুলে ছিল তিনি দেখেন তিনি
চিৎকার দিলে পরিবারের লোকজন দেখেন পেয়ারা গাছে মৃত্য অবস্থায় গলায় রশি দিয়ে ঝুলে ছিল। পরিবারের লোকজন বলে আত্মহত্যা বেক্তি দীর্ঘদিন অসুস্থ ছিলেন । অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী তিনি আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অপবিত্র মামলা হয়েছে।