চৌগাছায় কৃষকদের ওরিয়েন্টশন ও চৌগাছায় মাঠ দিবস অনুষ্ঠিত
চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ক্লাস্টার শীতকালিন পেঁয়াজ প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টা থেকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ী মাঠে এই ফিল্ট টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগামের ২য় পর্যায়ের এনএটিপি-২ প্রজেক্টের আওতায় স্বরূপদাহ বøকের কৃষাণ কৃষাণিদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) চাঁদ আলী, সংরক্ষিত ইউপি সদস্য শাকিলা খাতুনসহ কৃষাণ কৃষাণিরা ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করেন।
চৌগাছায় মাঠ দিবস
যশোরের চৌগাছায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগামের ২য় পর্যায়ের এনএটিপি-২ প্রজেক্টের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি মাঠে স্বরূপদাহ বøকের গম চাষী কৃষাণ কৃষাণিদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াস, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। ইউপি সদস্য শাকিলা খাতুন, অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চাঁদ আলী ও কৃষাণ কৃষাণিরা অংশ নেন।