Type to search

চৌগাছায় কাগজ বিহীন ১৩১ মোটরসাইকেল আটক

চৌগাছা

চৌগাছায় কাগজ বিহীন ১৩১ মোটরসাইকেল আটক

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন ১৩১ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। এ রিপোর্ট লেখার সময় বিকাল ৫ টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চলছিলো।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে মামলা দিয়ে এসব মোটরসাইকেল আটক করে চৌগাছা থানায় সোপর্দ করা হয় এবং গাড়িগুলির চালকদের নামে মামলা দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাজ্জাদ হোসেন এবং টিএসআই জি এম ছরোয়ার আলম। তাঁদের সাথে ছিলেন এটিএসআই আনছার আলীসহ আরও ৫ ট্রাফিক পুলিশের সদস্য।
যশোর ট্রাফিক পুলিশের টিএসআই ছরোয়ার আলম বলেন, নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় এসব মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলগুলি আটক করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম বলেন, ট্রাফিক পুলিশের একটি দল নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছেন। বিকাল পাঁচটা এক মিনিটে তিনি জানান এখন পর্যন্ত ১৩১টি মোটরসাইকেল থানায় সোপর্দ করা হয়েছে। এখনও অভিযান চলছে।