Type to search

চৌগাছায় এম এম এ্যাগ্রো ফার্মে অতিরিক্ত বেশি দামে ডিম বিক্রয়ের অপরাধে জরিমানা

চৌগাছা

চৌগাছায় এম এম এ্যাগ্রো ফার্মে অতিরিক্ত বেশি দামে ডিম বিক্রয়ের অপরাধে জরিমানা

শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধি ঃ যশোরের
চৌগাছায় এম এম এগ্রো ফার্ম সরকারের নির্ধারিত দামে ডিম না বিক্রয়ের অপরাধ সব্বির আহমেদ (৩০)
কাছ থেকে ১৫০০০/- জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। সোমবার(২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বেড়গোবিন্দপুর এম এম এ্যাগ্রো ফার্মে সরকারী নির্ধারিত দামে ডিম বিক্রয় না করে বেশি দামে বিক্রয়ের অপরাধে কৃষি বিপনন আইনে ২০১৮ এর১৬/(২) ধারার অনুযায়ী এম এম এগ্রো ফর্মের স্বত্বাধিকার মালিক সাইদুরের ছেলে সাব্বির আহমেদে কাছ থেকে ১৫০০০/- টাকা জরিমানা আদায় করেন ভূমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাছমিন জাহান এ সময় বুঝতে ছিলেন এস আই সৌরভ গাঙ্গুলী, ভূমি অফিসের পেশকার অলক বিশ্বাস ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।