Type to search

চৌগাছায় উপজেলা চেয়ারম্যান সহ ১০জনের করোনা আক্রন্ত

যশোর

চৌগাছায় উপজেলা চেয়ারম্যান সহ ১০জনের করোনা আক্রন্ত

চৌগাছা (যশোর) থেকেঃ চৌগাছা হাসপাতল সুত্রে জানা যায় ৩ আগষ্ট করোনা সনাক্ত জন্য ১৪ জনের নমুনা সংগ্র গ্রহন করা হয় । ৬ ই আগস্ট উপজেলা চেযারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান সহ ১১ জন করোনা পজেটিপ ধরা পরে।চৌগাছা হাসপাতালের স্বাস্থ্য কর্মী ২ জন ,পৌর সভার ৩ নং ওয়ার্ডে ২ জন,স্বরুপদাহ ইউনিয়ানে ১ জন,সোনালী বাংক ১ জন কর্মচারী,চৌগাছা পার্শবর্তী ঝিকরগাছা উপজেলা বসবাস ২ জন,কেশবপুর উপজেলার ১ জন ,করোনা আক্রন্ত ধরা পরে।পৌর এলাকার নিছার উদ্দিনের ছেলে আনিছুরজ্জামান(৪৫) ৩ আগষ্ট করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ৪ আগষ্ট মারা যায় তার করোনা পজেটিপ পাওয়া যায় হাসপাতাল সুত্রে নিশ্চিত হয়।যারা করোনা আক্রান্ত তাদের কে নিজ নিজ বাড়িতে আইসলোসনে রাখা হয়। চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড.অধ্যক্ষ মোস্তানিছুর রহমান তিনি করোনা আক্রান্ত হয়েছেন তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন অচিরে সুস্থ্য হয়ে সকলের মাঝে ফিরবেন মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া কামনা করছি সহ উপজেলা বাসির কাছে দোয়া চেয়েছেন।