Type to search

চৌগাছায় ইজিবাইক চালক হত্যায় গ্রেপ্তার ৩

অন্যান্য

চৌগাছায় ইজিবাইক চালক হত্যায় গ্রেপ্তার ৩

শ্যামল দত্ত চৌগাছা( যশোর)প্রতিনিধিঃযশোরের চৌগাছায় নিখোঁজের দুইদিন পর সোহানুর রহমান রকি ওরফে সোহাগ হোসেন রকি (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত রকি উপজেলার পুড়াহুদা গ্রামের কৃষক লিয়াকত হোসেনের ছেলে ও পেশায় ইজিবাইক চালক। পিবিআই ও চৌগাছা থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (১৮ জানুয়ারি) রাত ১টার দিকে পৌর এলাকার বেড়বাড়ি বুড়িভৈরব নদ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এদিকে হত্যাকান্ডে জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পুড়াহুদা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহানুর সোহান (১৭), ইছাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম সজল (১৭) ও পাঁচনামনা গ্রামের কামাল হোসেনের ছেলে সুজন (১৫)।

নিহত রকির মা সায়েরা বেগম ও বোন শারমিন খাতুন জানান,  গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে রকির ফোন বন্ধ পাওয়া যায়। শনিবারে ছেলেটি ইজিবাইক সহ নিখোঁজ মর্মে চৌগাছা থানায় সাধারন ডায়েরী করে তার পিতা লিয়াকত। এর প্রেক্ষিতে অভিযানে নামে পিবিআই ও চৌগাছা থানা পুলিশের যৌথ টিম। শনিবার রাতে ১টার দিকে চৌগাছার বেড়বাড়ি বুড়িভৈরব নদ থেকে নিখোঁজ রকির মরদেহ উদ্ধার করা হয়।

 

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, সন্দেহভাজন হিসেবে ফোন ট্রাকিং করে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চৌগাছা থানা পুলিশের সহযোগিতায় বেড়বাড়ি ভৈরব নদের পটের নিচ থেকে রকির লাশ উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে জানিয়েছে, রকি সোহানের বাল্য বন্ধু ছিল। সে বৃহস্পতিবার সন্ধ্যায় রকিকে ফোনে ডেকে নিয়ে চারজন একসাথে গাঁজা সেবন করে। পরে ইজিবাইক ছিনতাইয়ের জন্য রকিকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ বেড়বাড়ি ভৈরব নদের পটের নিচে পুতে রাখে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে৷ এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।