চৌগাছায় ইউএনওকে সংবর্ধনা
শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক এর যোগদান এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও চুয়াডাঙ্গার এডিসি জাহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
রোববার দুপুর ২ থেকে উপজেলা পরিষদ হল রুমে এই সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভাা আয়োজন করা হয়।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য চুয়াডাঙ্গার এডিসি হিসেবে পদোন্নতি প্রাপ্ত জাহিদুল ইসলাম, চৌগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, হাকিমপুর ইউপি চেয়াম্যান মাসুদুল হাসান, স্বারূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, সাধরণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত,সিনিয়ার সাংবাদীক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ, হাসান রেজা, সাজ্জাদ মল্লিক, রুবেল হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।