Type to search

চৌগাছায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা

চৌগাছা

চৌগাছায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা

চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের যশোর বাসস্ট্যান্ডের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সহ-সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান ও আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ তবিবুর রহমান খান ও এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন ও পাশাপোল ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম রিংকু, কৃষি ও সমবায় সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম সম্পাদক আব্দুল কালাম, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, বন ও পরিবেশ সম্পাদক কামারুজ্জামান, মহিলা সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, জনসংখ্যা ও স্বাস্থ্য সম্পাদক সামীম রেজা, শ্রম সম্পাদক সানোয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক আসাদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, সদস্য কামরুজ্জামান, কামাল মল্লিক, চাঁদনী আক্তার, বদরুল আলম, জহির উদ্দিন, ফুলসারা ইউনিয়নের আহবায়ক জিয়াউর রহমান ঢালী, সিংহঝুলী ইউনিয়নের আহবায়ক শামসুর রহমান টিয়া, যুগ্ম-আহবায়ক আনিছুর দেওয়ান, ধুলিয়ানী ইউনিয়নের আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ফারুক আহম্মেদ কবীর, চৌগাছা সদর ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন, জগদীশপুর ইউনিয়ন আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর, পাতিবিলা সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম মুকুল, হাকিমপুর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুন কবীর, নারায়নপুর ইউনিয়ন যুগ্ম-আহবায়ক মাহাবুবুল আলম শাকিল, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মিলন, সুখপুকুরিয়া ইউনিয়ন সভাপতি তোতা মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনউদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল করিম, রুবেল হুসাইন প্রমুখ।